কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীর মাঝে মুরগি বিতরণ করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তরে সুফলভোগী পরিবারের মধ্যে ২০টি করে বিনামূল্যে মোরগ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সরকার প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে বিনামূল্যে মোরগ, ছাগল, ভেড়া, হাঁস, গরুসহ বিভিন্ন উপকরণ বিতরণ করছেন যা এখনও চলমান রয়েছে।
তিনি বলেন, এসব উপকরণ বিতরণের উদ্দেশ্য হচ্ছে- দেশের সুবিধাবঞ্চিত অনগ্রসর সুফলভোগীদের আর্থ-সামাজিক ও জীবন মানের উন্নয়ন সাধন। তিনি সরকারের মহতী উদ্যোগকে সফল করতে সুফলভোগীদের দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, এ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ২০ টি করে মুরগি প্রদান করা হবে। কুলাউড়া সদর, ব্রাহ্মণ বাজার, বরমচাল, জয়চণ্ডী, কর্মধা, শরীফপুর, টিলাগাঁওসহ ৭টি ইউনিয়নের মোট ৩৮৭ জন উপকারভোগীর মাঝে এ উপকরণ বিতরণ করা হবে।