কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে সমাপনী উপলক্ষে শিশুদের মধ্যে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও প্রভাষক খালিক উদ্দিনের পরিচালনায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসার, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, শহিদুল ইসলাম তনয়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ী খাদিজা মেহজাবিন, শিশু বক্তা বানিক ও নৌরিন প্রমুখ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে পথ শিশু, শ্রমজীবি শিশু ও সুবিধাবঞ্চিত শিশু, অটিষ্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ২৯ জন বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল পর্যায়ের ৫ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।