• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মোটরসাইকেল-কার সং ঘর্ষে নি হ ত ১

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ফয়েজ উদ্দিন (৫০) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

নিহত ফয়েজ উদ্দিনের বাড়ি কমলগঞ্জ এলাকার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

নিহতের ভাই ফজর আলী জানান, নিহত ফয়েজ উদ্দিন মৌলভীবাজার শহরের নূরজাহান প্রাইভেট হাসপাতালে জেনারেটর অপারেটর পদে কর্মরত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সেলিম বলেন, দুর্ঘটনাটি সন্ধ্যায় ঘটেছে। আমরা প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে এসেছি। মরদেহ নেওয়ার জন্য নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।