• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্কুলছাত্রী রাজনা হত্যা, ইউপি সদস্য রাজ্জাক দুই দিনের রিমান্ডে

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে স্কুলছাত্রী রাজনা হত্যাকাণ্ডের জড়িত থাকায় চাচাতো ভাই সালমান ও তার মা আইরুন নেছাকে দুইদফা রিমান্ডের পর এবার পাথারিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মো. রাজ্জাক মিয়াকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দক্ষিণ সুনামগঞ্জ আমলী আলাতের ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন এই আদেশ দেন।

এর আগে চাঞ্চল্যকর স্কুলছাত্রী রাজনা হত্যার জড়িত সন্দেহে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে পলাতক থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য রাজ্জাককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়৷

উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যায় বস্তাবন্দি অবস্থায় শরীফপুর তালুকদার বাড়ি এলাকায় দিরাই-মদনপুর সড়কে পাশে সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরদিন রাজনার বাবা ইসরাইল মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, রাজনা হত্যার ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য রাজ্জাকের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।