• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। মূলত, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করতে হয়।

একটি সূত্র সংবাদমাধ্যম মিররকে বলেছে, ‘রাজা ও রানির এ সফরের পরিকল্পনা খুবই উৎসাহব্যঞ্জক।’ ভারতীয় উপমহাদেশ সফর বিশ্বমঞ্চে ব্রিটেনের জন্য বিশাল রাজনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করবে বলে মনে করছে সূত্রটি।

ব্রেক্সিট-পরবর্তী সময়ে ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে চার্লস ও ক্যামিলার এই সফর বলে মনে করা হচ্ছে।

রাজকীয় সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের প্রস্তাবনার খসড়া তৈরি শুরু হয়েছে।

২০২২ সালে সফর বাতিলের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজা ও রানি ক্যামিলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে কবে নাগাদ রাজা-রানির এই সফর শুরু হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলি মিরর।