সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নগরের কাষ্টগর থেকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা। কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমিয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।