• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাতীয় নির্বাচন নির্ভর করে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর: ড. ইউনূস

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪
জাতীয় নির্বাচন নির্ভর করে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর: ড. ইউনূস

জাতীয় নির্বাচন নির্ভর করছে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। দ্রুতই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে অন্তর্বর্তী প্রশাসন।

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কত দ্রুত হবে, তা নির্ভর করছে গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর।’

প্রধান উপদেষ্টা নির্দিষ্ট তারিখ বা টাইমলাইন উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, অন্তর্বর্তী প্রশাসন ‘দ্রুত ঐকমত্য’ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে।

ড. ইউনূস আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।