রমজানের আগেই খেজুরের দাম কমিয়ে আনতে চায় সরকার। এই লক্ষ্যে শুল্ক ও কর ছাড়ের উদ্যোগও নেয়া হচ্ছে। সম্প্রতি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এ সংক্রান্ত একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে, আগামী ৩১ মার্চ পর্যন্ত খেজুরের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। এছাড়া, খেজুরের ওপর ৫ শতাংশ আগাম কর অব্যাহতিরও প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিকে, রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯০ দিনের বায়ার্স ক্রেডিটের আওতায় এই পণ্যটি আমদানি করা যাবে।
প্রসঙ্গত, সারাদেশে বছরে ১ লাখ টন খেজুরের চাহিদা থাকে। ফল ব্যবসায়ী সমিতির মতে, রোজার মাসে খেজুরের চাহিদা থাকে ৪০ হাজার টন।