• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নতুন উপদেষ্টা নিয়োগে বিক্ষোভের ডাক

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪
নতুন উপদেষ্টা নিয়োগে বিক্ষোভের ডাক

ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার এক ফেইসবুক পোস্টে এই বিক্ষোভের ডাক দিয়েছেন।

পোস্টে হাসনাত লেখেন, ‘ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুইটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকেল চারটায় একসাথে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো লেখেন, ‘বিকেল তিনটার পরিবর্তে বিকেল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’