• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোরস্থান থেকে ১০০ বস্তা চি‌নি উদ্ধার!

bijoy71news
প্রকাশিত জুলাই ১, ২০২৪
গোরস্থান থেকে ১০০ বস্তা চি‌নি উদ্ধার!

সুনামগঞ্জের মধ্যনগরে গোরস্থান থেকে ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।

রোববার (৩০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর বেড়বেড়ী হাওর সংলগ্ন একটি গোরস্থান থেকে ওই চিনির বস্তাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনির বাজার মূল্য ৪ লাখ টাকা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, খবর পেয়ে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করার পর আমরা থানায় নিয়ে এসেছি। চিনির বস্তাগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।