• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঘাতক ট্রাক কেড়ে নিল ডিউটিরত পুলিশের জীবন

bijoy71news
প্রকাশিত জুন ২৬, ২০২৪
ঘাতক ট্রাক কেড়ে নিল ডিউটিরত পুলিশের জীবন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কর্তব্যরত অবস্থায় ট্রাকচাপায় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বরিউল শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. বদরুল করীম বলেন, সম্প্রতি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন রবিউল। সকালে থানার সামনে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। এ সময় সড়ক পারাপার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ট্রাকচালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।