• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের লাখাইয়ে গণহত্যা দিবস পালন

bijoy71news
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪
হবিগঞ্জের লাখাইয়ে গণহত্যা দিবস পালন

হবিগঞ্জের লাখাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন এম, এ, ওয়াহেদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন কেশব চন্দ্র রায়।

আলোচনায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম।