• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ভারত থেকে কয়লা আনতে গিয়ে পাথর পড়ে যুবকের মৃত্যু

bijoy71news
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪
ভারত থেকে কয়লা আনতে গিয়ে পাথর পড়ে যুবকের মৃত্যু

ভারতের অভ্যন্তরে খনি থেকে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় আইয়ুব আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত সংলগ্ন ভারতে এ দুর্ঘটনা ঘটে।

আইয়ুব উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, তাহিরপুর উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুবসহ ১০-১৫ জনের একটি দল সেহরি খাওয়ার আগে ভারতের ১১৯৯ আন্তর্জাতিক পিলার বড়ছড়া বিজিবি ক্যাম্পের বুরুংগা ছড়া অতিক্রম করে মেঘালয়ের ৪ নম্বর এলাকায় কয়লা কোয়ারিতে যায়। কোয়ারির ভেতর থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় ওপর থেকে মাথায় পাথর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে তার বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ও তাহিরপুর থানার সদস্যরা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।