ভারতের অভ্যন্তরে খনি থেকে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় আইয়ুব আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত সংলগ্ন ভারতে এ দুর্ঘটনা ঘটে।
আইয়ুব উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, তাহিরপুর উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুবসহ ১০-১৫ জনের একটি দল সেহরি খাওয়ার আগে ভারতের ১১৯৯ আন্তর্জাতিক পিলার বড়ছড়া বিজিবি ক্যাম্পের বুরুংগা ছড়া অতিক্রম করে মেঘালয়ের ৪ নম্বর এলাকায় কয়লা কোয়ারিতে যায়। কোয়ারির ভেতর থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় ওপর থেকে মাথায় পাথর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে তার বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ও তাহিরপুর থানার সদস্যরা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।