• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃ ত্যু

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৩

হবিগঞ্জে একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) জেলার আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ঢালি হাটিতে পরিবারের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে মোস্তাফিজুর রহমান মমিন নামে দুই বছরের শিশু। বিকেলে সে অন্যান্য শিশুদের সাথে খেলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মমিন চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের শামীম আহমেদের পুত্র।

অপরদিকে, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা ৭নং ওয়ার্ডে ওয়াসিম মিয়া নামে ১৩ মাসের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মিঠু মিয়ার পুত্র। জানা যায় বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আজমিরীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেন।