• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রদান সম্পন্ন

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৪, ২০১৬

29ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমা প্রদান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দু’টি প্যানেল ও দু’টি স্বতন্ত্র মনোনয়নপত্র জমা পড়েছে। এগুলো হচ্ছে লিয়াকত শাহ্ ফরিদী- শাহ্ দিদার আলম নবেল পরিষদ এবং আজিজ আহমেদ সেলিম- ফয়সল আহমদ বাবলু পরিষদ। লিয়াকত শাহ ফরিদী- শাহ্ দিদার আলম নবেল পরিষদের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি (১ম) পদে ওয়েছ খসরু, সহ-সভাপতি (২য়) মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান মনির, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য পদে মো. ইমরান আহমদ, সোহাগ আহমদ, এসএম রফিকুল ইসলাম সুজন এবং নোমান বিন আরমান।
আজিজ আহমেদ সেলিম- ফয়সল আহমদ বাবলু পরিষদে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি (১ম) পদে হাসিনা বেগম চৌধুরী, সহ-সভাপতি (২য়) আবুল মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ পদে ছামির মাহমুদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, পাঠাগার সম্পাদক কাইয়ূম উল­াস, দপ্তর সম্পাদক তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, নির্বাহী সদস্য পদে মোহাম্মদ মহসীন, মো. নুরুল হক শিপু, তুহিনুল হক তুহিন এবং রজত কান্তি চক্রবর্তী।
এছাড়াও স্বতন্ত্রভাবে আরোও সভাপতি পদে খলিলুর রহমান, সহ-সভাপতি পদে সাত্তার আজাদ ও সদস্য নুরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার একেএম সামিউল আলম, নির্বাচন কমিশনার ভবতোষ রায় বর্মন রানা, ফারুক মাহমুদ চৌধুরী।