বিজয় ৭১ ডেস্ক
বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।
আজ মঙ্গলবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
এই সময় মির্জা আব্বাস বলেন, ‘আমার বাড়ির চারদিকেই প্রায় সামনের গেটে পিছনের গেটে আমার এখানে যে কয়টা গেট আছে প্রত্যেকটা গেটে সাদা পোশাক পরিহিত লোকজন। আমি এখন সত্যিকার অর্থে নেতাকর্মীদের নিয়ে, পরিবারকে নিয়ে একটা ভীতিকর অবস্থায় আছি।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রচারণার সুযোগ দিলেও তার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।