বি৭১নি ডেস্ক
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সোমবার রাতে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার।
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল করিম জানান,সরকারি অনুমোদনের (জিও) অপেক্ষায় প্রহর গুণছিলেন তিনি। অনুমোদন পাওয়ায় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ।
এর আগে বনানী কাযালয়ে এসে এরশাদ অভিযোগ করেছিল, অসুস্থ হওয়ার পরও চিকিৎসা করতে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
সর্বশেষ গত ২০ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে একথা বলেন এরশাদ। এর পর থেকে কখনো বাসায়, আবার কখনো সিএমএইচ-এ ভর্তি হন তিনি।