• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

ড. কামালের কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখছে এনবিআর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন কর ফাঁকি দিয়েছেন কি না-এ বিষয়টি খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার দুপুরে এনবিআর ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এর আগে গত ১৯ নভেম্বর ড. কামাল হোসেনের আয়কর রিটার্নের বিষয়ে জানতে এনবিআরকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই চিঠির বিষয়ে আজ জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়ে আমরা কাজ করছি। এটা একটু সময় লাগে। ব্যাংক সার্চ দেওয়া। এখন আপনারা নিজেরাই বোঝেন, এ মুহূর্তে যদি আমরা খুব খড়গহস্ত হয়ে যাই, তাহলে অনেকেই ভাববে উনি বিরোধী দলের হয়ে ইলেকশন করছে, এই জন্য উনাকে ধরা হচ্ছে। যাই হোক, এই প্রক্রিয়াটি চালু আছে।’