• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রজব, ১৪৪৬ হিজরি

চূড়ান্ত প্রার্থীরা চিঠি পাবেন আজ থেকে : কাদের

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৮

বিজয় ৭১ ডেস্ক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে আজ বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্রের চিঠি দেওয়া হবে, যা আগামীকাল শুক্রবার শেষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় এ কথা বলেন এ আওয়ামী লীগ নেতা।

ওবায়দুল কাদের জানান, মনোনয়নের চূড়ান্ত চিঠি দেওয়া শুরু হবে, যা শেষ হবে আগামীকাল। আসনের বিষয়ে শরীকদের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে। তাই ‍বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিপুলসংখ্যক প্রার্থী এবার মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করা একটা কঠিন চ্যালেঞ্জ। এবারকার নমিনেশনে জরিপ রিপোর্টগুলো মূল ভূমিকা পালন করেছে।’

এ ছাড়া নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের।

 

 

 

mayazsyed888@gmail.com