• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের বৈঠক

bijoy71news
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের বৈঠক

হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শাপলা হত‍্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, এই ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া, সংগঠনটির সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ‍্যমে অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আওয়ামী লীগের আমলে দলটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলার প্রত্যাহারেরও অগ্রগতি নিয়ে আলাপ হয়।

এই বৈঠকে হেফাজত ইসলামের পক্ষে মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।