• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আশুরায় তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি ও আতশবাজি নিষিদ্ধ

bijoy71news
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
আশুরায় তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি ও আতশবাজি নিষিদ্ধ

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় আয়োজিত তাজিয়া মিছিলে যে কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি এবং আতশবাজি বা পটকা বহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২ জুলাই) ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কিছু ব্যক্তি দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন। এতে কোনো কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, যা ধর্মপ্রাণ মানুষের মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোও হয়ে থাকে, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই নিষেধাজ্ঞা তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।