• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিদেশফেরত যাত্রীদের ব্যাগেজ রুলে পরিবর্তন

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০২৫
বিদেশফেরত যাত্রীদের ব্যাগেজ রুলে পরিবর্তন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশফেরত যাত্রীদের ব্যাগেজ রুলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে যাত্রীরা এ রুলসের আওতায় বিনা শুল্কে বছরে একবার একটি নতুন মোবাইল আনতে পারবেন।

মঙ্গলবার (৩ জুন) এনবিআর থেকে জারি হওয়া একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন এবং বছরে একবার ১টি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে সঙ্গে করে নিয়ে আসতে পারবেন। তবে অতিরিক্ত মোবাইল আনার ক্ষেত্রে বিধি ১০ ও অন্যান্য প্রচলিত বিধি প্রযোজ্য হবে।

এ ছাড়াও একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদজাতীয় পানীয় (যেমন- স্পিরিট, বিয়ার, ইত্যাদি) সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের জন্য মদ বা মদ্যজাতীয় পানীয় আমদানি নিষিদ্ধ।

একইসঙ্গে নতুন নিয়ম অনুযায়ী, বুকিং, হ্যান্ডক্যারিসহ লাগেজে সর্বোচ্চ ৬৫ কেজি পণ্য আনাতে পারবেন যাত্রীরা এবং অতিরিক্ত ওজন হলে দিতে হবে শুল্ক।