• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন ঢাকায়

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন ঢাকায়

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় পৌঁছেছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। মার্কিন দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকার মার্কিন দূতাবাস তাঁদের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে জানিয়েছে, ‘বাংলাদেশে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

পোস্টে লেখা হয়েছে, ‘কূটনীতিতে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী এবং শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।‘

এরআগে, মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় মার্কিন দূতাবাসে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন কোনো রাষ্ট্রদূত না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্র বিভাগের সিনিয়র সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন। আগামী ১১ জানুয়ারি শনিবার দায়িত্ব নেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রেসি জ্যাকবসন। গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন– তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি।