• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকা শহর অচল করে দেয়ার হুঁশিয়ারি ওলামা মাশায়েখ বাংলাদেশের

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
ঢাকা শহর অচল করে দেয়ার হুঁশিয়ারি ওলামা মাশায়েখ বাংলাদেশের

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান আর কাকরাইল মসজিদ মাওলানা জুবায়েরপন্থীদের কাছে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। অন্যথায় ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা শহর অচল করে দেয়ার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার (১২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে তাবলীগ ও ইজতেমা ইস্যু নিয়ে ওলামা-মাশায়েখ বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান, তারা কোনো সংঘাত চান না তবে কোনরকম উস্কানি দেয়া হলে সে পরিস্থিতির দায় সাদপন্থীদের নিতে হবে।

এক প্রশ্নের জবাবে বক্তারা বলেন সাদপন্থীদের সাথে তারা তখনই আলোচনায় বসতে রাজি আছেন যদি মাওলানা সাদ কান্দলভী তার পূর্বের বির্তকিত বক্তব্যের জন্য ক্ষমা চান।

তাদের দাবি, সাদপন্থীরা সংঘাত সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্র করছে তবে জোবায়েরন্থীরা সব রকম সংঘাত মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।