• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আন্দোলনের মূল চেতনা ধারণ না করলে দুর্নীতি দূর হবে না: টিআইবি

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
আন্দোলনের মূল চেতনা ধারণ না করলে দুর্নীতি দূর হবে না: টিআইবি

বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনা ধারণ না করতে পারলে সংস্কার করেও দুর্নীতি দূর করা যাবে না। এজন্য রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের চেতনা ধারণ করতে হবে, তা না হলে ঘুরেফিরে দুর্নীতি একই জায়গায় থাকবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সড়ক-মহাসড়ক উন্নয়ন প্রকল্পে রাজনীতিবিদ, আমলা, ঠিকাদারদের আঁতাতে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। প্রকল্পের মোট অর্থের মধ্যে অবৈধ লেনদেনেই ২৩ থেকে ৪০ শতাংশ ব্যয় হয়েছে। তাই দুর্নীতি রোধে ত্রিমুখী শক্তিকে ভাঙার পাশাপাশি দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন টিআইবি পরিচালক।