• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিজেকে উপদেষ্টা করার দাবি জানালেন ফারুকী

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৪
নিজেকে উপদেষ্টা করার দাবি জানালেন ফারুকী

ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদেরকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার নিজেকে উপদেষ্টা বানাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের পক্ষে সরব থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন ফারুকী। যদিও সেসবে খুব একটা পাত্তা না দিয়ে নিজের মতো করে প্রতিবাদ জানিয়ে গেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফারুকী।

পাঠকদের জন্য নির্মাতার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি! আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ‘ফ্যাসিবাদের পুচ্ছে আগুন’ কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি!