• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বি‌টি‌বির খবর প্রচারে নতুন নিয়ম

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪
বি‌টি‌বির খবর প্রচারে নতুন নিয়ম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারের প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির এ আদেশে স্বাক্ষর করেন।