• ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বানভাসী মানুষের পাশে দাড়ালেন প্রবাসী শ্যামল

bijoy71news
প্রকাশিত জুন ২২, ২০২৪
বানভাসী মানুষের পাশে দাড়ালেন প্রবাসী শ্যামল

বন্যা দুর্গত সি‌লেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মা‌ঝে সহায়তার হাত বাড়িয়ে‌ছেন যুক্তরাজ্য বার্মিংহাম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ্দেক আহমদ শ্যামল। তাঁর বাড়ি উপজেলার উমরপুর ইউনিয়নে।

 

গত কয়েক দিন ধরে শ্যামলের পক্ষ থেকে তাঁর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। 

শ্যামলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (নাজলু), সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মাসুদ আলী, উমরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সুমন সুত্রধর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও উমরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবু মিয়া প্রমুখ।