• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাহরাইনে ঢাকা বিভাগীয় পরিষদের আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভা

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৩

বাহরাইনে ঢাকা বিভাগীয় পরিষদের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা ইন্টারন্যাশনাল হোটেলের ব্যানকুইট হলে স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদের সভাপতিত্বে ও রুবেল মাহমুদ ও আল আমিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইসলাম নাহিদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মো. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মাজহারুল হক নয়ন,ঢাকা এসোসিয়েশনের সভাপতি স্বপন মিয়া,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কয়েছ আহমেদ, আরমান মিয়া, জয়নাল আবেদীন, মো. শাহজালাল,মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সভাপতি সুরমান মিয়া, সৈয়দ মামুন হোসেন, বিষ্ণুপদ দে, মোহাম্মদ সেলিম,আবুল বাশার,দুলাল তালুকদার, সেলিম চৌধুরী সহ বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সবার সম্মিতিক্রমে নজরুল ইসলাম নাহিদকে আহ্বায়ক রুবেল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক ও আলা আমিনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।