বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা বিএনপির দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল এ কর্মসূচী ঘোষণা করেন। উক্ত কর্মসূচীর মধ্যে ৩১শে আগস্ট শুক্রবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং ০১লা সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত উভয় কর্মসূচী সফলের লক্ষে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল।
এদিকে অপর যুক্ত বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখা সমূহের নেতৃবৃন্দকে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ প্রদান করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল। বিজ্ঞপ্তি