• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

লালাবাজারে ফের মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক ::

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ফের মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। রোববার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৫০)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মহানগরের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, দুপুরে মোটরসাইকেলে করে সিলেটের দিকে আসছিলেন আলাউদ্দিন। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এর আগে গতকাল শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় লালাবাজারের একই স্থানে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন আলফু মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী। এই দুর্ঘটনায় নিহত আলফু মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার সিরাজপুর গ্রামের মছদ্দর আলীর ছেলে।