• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও মদ উদ্ধার

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫
সিলেটে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও মদ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযান চলাকালে চারজনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের একটি টহল দল ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। সেসময় দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযান সূত্রে জানা যায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন ও জুয়েল মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, দেশীয় ধারালো অস্ত্র ও ভারতীয় মদ রয়েছে বলে জানা যায়। পরে যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে একটি এয়ার রাইফেল, দুটি রাম দা, দুটি বড় ব্লেডের দা, দুটি বল্লম, তিনটি ছুরি, একটি ভারতীয় মদের ছোট বোতল এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে আটকরা হলেন- ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আলোর আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২) এবং একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, জব্দকৃত অস্ত্র ও মাদকসহ আটক ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।