• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাদ্রাসা ছাত্র আমির আব্বাস খুনের মামলায় আসামির মৃত্যুদন্ড

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৫

1বিজয় ৭১ রিপোর্ট::

সিলেট মহানগর দায়রা জজ মোঃ আকবর হোসেন মৃধা (২৫ অক্টোবর) রোববার দুপুরে ঘোষিত রায়ে খুনের দায়ে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গলমুকাপন নির্বাসী শাহ্ মতিউর রহমানের ছেলে শাহ্ সাইফুর রহমানকে দোষী সাব্যস্থক্রমে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেছেন। আদালত আসামীকে মৃত্যুদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিবরণে প্রকাশ সিলেট নগরের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে অবস্থিত মাদ্রাসায়ে ক্বাসিমূল উলুম এর হিফজ বিভাগের ছাত্র আমির আব্বাস (১৮) গত ২৫-১৬-২০১২ইং তারিখ ভোর রাত্রে তার সহপাঠী শাহ্ সাইফুর রহমান (২২) এর হাতে মাদ্রাসার ছাত্রাবাসে নির্মমভাবে নিহত হন।

ঘটনার পর পর নিহতের পিতা আব্দুস সালাম কতোয়ালী থানায় এজাহার দায়ের করলে এই মামলাটি রুজু হয়। পুলিশ তদন্ত শেষে শাহ্ সাইফুর রহমানকে একমাত্র আসামি করে দন্ডবিধির ৩০২ ধরায় অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বিচারের জন্যে প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ আদালতে প্রেরিত হলে রাষ্টপক্ষ থেকে আদালতে মোট ১৮জন সাক্ষীর স্বাক্ষ্য প্রদান করান। বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করে প্রকাশ্য আদালতে রায় ঘোষনা করেন। মামলাটি পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পি.পি. মোঃ মফুর আলী এবং এজাহারদাতার পক্ষে হযরত শাহ্জালাল (রহ.) মাজার মাদ্রাসাকর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবী সাবেক পি. পি. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। অপরদিকে আসামিপক্ষকে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন সৈয়দ মোহাম্মদ তারেক। রায় ঘোষণার সময় একমাত্র আসামি পলাতক ছিলেন।