• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইলিয়াছ আলীকে ফিরে পাওয়ার প্রত্যাশায় মিলাদ ও দোয়া মাহফিল

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৮

সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াছ আলী গুমের ৭৬ মাস অতিবাহিত হওয়া উপলক্ষে ১৭ই আগস্ট শুক্রবার ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বাদ আসর হযরত শাহজালার (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে ইলিয়াছ আলীর সন্ধান কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং ইলিয়াছ আলীর পরিবার ও দেশ ও জাতির কল্যাণে জন্য দোয়া প্রার্থনা করা হয়। এছাড়া সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ সারা দেশে গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়ার প্রত্যাশায় ও সন্ত্রাসীদের হাতে নিহত জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশিক, ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, জেলা বিএনপির ভাপরপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা জাসাসের সভাপতি ও জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়জুল কয়েছ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, আব্দুস সামাদ তুহেল, জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিফতাউল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ময়নুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অর্পন কুমার ঘোষ, শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, হৃদয় আহমদ, দেওয়ান রেজওয়ান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম (পদত্যাগী), মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সহ সভাপতি সোহেল রানা (পদত্যাগী), জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা (পদত্যাগী), এমরুল হোসেন হিমেল, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, আব্দুল আহাদ সুমন, বাবুল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান (পদত্যাগী), মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, এম.সি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, এ ইউ রানা, সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, মুকিত তুহিন, আফজল হোসেন, দিহান আহমদ হারুন, ময়নুল করিম, সেলিম আহমদ সাগর, আশরাফুল হক সুজন, শাহজাহান, সাকিব আহমদ, সায়মন, আবুল হোসেন চৌধুরী, এম এ আহাদ সুয়েব, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ রুবেল আহমদ, সৈয়দ হাবিব আলী, সোহেল হাসান, সুবুদ কর, মোঃ সাব্বির, কিবরিয়া আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি