• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুরুব্বিরাই ঠিক করবেন কারা ইজতেমা পরিচালনা করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
তাবলিগ জামাতের দুই গ্রুপের কারা ইজতেমা পরিচালনা করবে সে সম্পর্কে তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘দুই গ্রুপের কারা ইজতেমা পরিচালনা করবে, তা তাবলিগের মুরুব্বিরা বসে ঠিক করবেন।’
বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের মধ্যে যে বিভেদ ছিল তা ইতিমধ্যেই মিটে গেছে। ইজতেমার প্রস্তুতি চলছে।’
মীমাংসার পর প্রস্তুতিমূলক সভা করতে এতো সময় কেন লাগলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মাঠে কে ইমামতি করবেন, কে নেতৃত্ব দেবেন, সেসব খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়েছে। দুপক্ষ মিলে যাতে সুন্দরভাবে ইজতেমা শেষ করা যায়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। সারা পৃথিবীতেই তাবলিগ জামাতের মধ্যে এখন দ্বিমত রয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।’
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ তাবলিগ জামাতের দুপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৪ জানুয়ারি ধর্ম প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে তাবলিগ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১৫-১৭ ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এবারের বিশ্ব ইজতেমা একপর্বে হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।