• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে ফিরলেন ড. কামাল

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ মঙ্গলবার দেশে ফিরেছেন। দুপুর সাড়ে ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১২টার পর ঢাকায় পৌঁছেছেন। তিনি চিকিৎসা নিতে সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন।
এর আগে গত রোববার রাতে দেশে ফেরার কথা ছিল ড. কামালের। স্ত্রী হামিদা হোসেনের পাসপোর্ট জটিলতায় তার দেশে ফিরতে দেরি হলো।
গত ২০ জানুয়ারি রাতে চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা।