বি৭১নি ডেস্ক :
নিয়ন্ত্রণ হারিয়ে সাভারের আশুলিয়ায় একটি ইটবোঝাই ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বড়ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
নিহত চারজন হলেন- মেঘনা ইটভাটার শ্রমিক আরিফ মিয়া (১৮), শাহিন (৩০) ও ট্রাক চালক মুজাহিদ (২৫) ও ওই ইটভাটার নিরাপত্তা কর্মী আব্দুল কাদের (৫০) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মড়াগাং এলাকার মেঘনা ব্রীকসের একটি ট্রাক ইট নিয়ে আশুলিয়া রওনা দেয়। এ সময় ট্রাকটি আশুলিয়া বড়ব্রীজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ৪০টি ফুট নিচে খাদে পড়ে যায়। ট্রাকটিতে চালক হেলপার ও শ্রমিকসহ পাঁচজন ছিলেন।
নিখোঁজের কয়েক ঘণ্টা পর ওই চারজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরিদল। এ ঘটনায় একজন সাঁতরে খাদের কিনারে উঠে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করে।