• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তারেককে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে মন্ত্রণালয় : পররাষ্ট্রমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে আনতে ইতিমধ্যে আইন মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
আজ রোববার সকালে পরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে থাকা তারেক রহমানসহ সব পলাতক আসামিকে পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হবে। তারেককে ফিরিয়ে আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়।’
আসন্ন ভারত সফরে প্রসঙ্গে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতে আমার সফর হবে সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির। সেখানে আলোচনার বিষয় এখনো চূড়ান্ত হয়নি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘জার্মানিতে সফরে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে সাইড লাইনে বৈঠক হতে পারে।’