• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবসে অগ্রণী ব্যাংক সিলেট সার্কেলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৮

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেলের উদ্যোগে ১৫ আগস্ট বুধবার সকাল ১০টায় লালদিঘীপাড় শাখা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ মসিউর রহমানের সভাপতিত্বে ও অফিসার সমিতি সিলেটের সাধারণ সম্পাদক শেখ মো: মইনুদ্দিন নুমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সার্কেলের মহা ব্যবস্থাপক জাকিয়া বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মোঃ আজিজুল হক, সিলেট পূর্ব অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মোঃ আশেক এলাহী, সিলেট আম্বরখানা শাখার সহকারি মহাব্যবস্থাপক মোর্শেদা আক্তার, হরিপুর গ্যাস ফিল্ড শাখা মহাব্যবস্থাপক মিলন কান্তি দাশ, স্টেশন রোড শাখার সহকারি মহাব্যবস্থাপক মো: আবুল মনসুর আহমদ, লালদিঘীরপার কর্পোরেট শাখার সহকারি মহাব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ।
বক্তব্য রাখেন, অফিসার সমিতি সিলেটের সভাপতি মোঃ ওলিউর রহমান, সিবিএ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সিলেট সিবিএ সভাপতি মোঃ আব্দুল জলিল, আলমপুর বিসিক শাখার সিনিয়র অফিসার সঞ্জয় ব্যানার্জি, সালুটিকর শাখার সিনিয়র অফিসার ধ্র“ব রঞ্জন রায়, সড়কের বাজার শাখা ব্যবস্থাপক মোঃ কলিম উল্লাহ মিয়া, লালাবাজার শাখা ব্যবস্থাপক রুবেল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লালদিঘীরপাড় কর্পোরেট শাখার অফিসার মোঃ মোশারফ হোসেন ও দোয়া পরিচালনা করেন উইমেন্স মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ জামাল আহমদ।