• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অনুপ্রবেশের চেষ্টা, রোহিঙ্গাদের নৌকা ফেরত পাঠালো বিজিবি

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৮

ছবি : সংগৃহিত


নাফ নদী পেরিয়ে হঠাৎ করে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেলে চারটা দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে একটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে।
জানা যায়, নৌকায় ১২ জন রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে ছিল তিনজন নারী, দুজন পুরুষ ও সাতজন শিশু-কিশোর।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘ওই নৌকার আরোহীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি ছিল।’
তিনি বলেন, ‘নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সে জন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।’