• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোট পড়েছে ২ লাখ ৮৪ হাজার , মাশরাফী পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮টি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ৯৬ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে ১৪০টি ভোটকেন্দ্রের বেশিরভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ওই আসনে মোট ২ লাখ ৮৪ হাজারের বেশি ভোট পড়েছে। এর মধ্যে মাশরাফী পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ৮ হাজার ৬ ভোট পেয়েছেন।
আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এ তথ্য জানান।
এ ছাড়া এই আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী।