• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে কৃষকদের মধ্যে সার বিতরণ

bijoy71news
প্রকাশিত আগস্ট ১৩, ২০১৮

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে গত শনিবার ১১ আগস্ট জকিগঞ্জের পিল্লাকান্দিতে প্রায় শতাধিক কৃষকের মধ্যে সার বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সেক্রেটারী ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিষ্ট্রিক্ট এসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি আজিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, রোটারিয়ান ময়নুল ইসলাম চৌধুরী, রোটারেক্টর মারুফ আহমদ প্রমুখ।
এছাড়াও মেট্রোপলিটন ক্লাব উক্ত এলাকায় বন্যা কবলিত প্রায় ৩ শতাধিক জনগণের মধ্যে খাদ্য বিতরণ, বয়স্কদের মধ্যে নগদ অর্থ, একজন অতিদরিদ্রকে গৃহ তৈরিতে সহযোগিতা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াটার ফিল্টার বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।