নিজস্ব প্রতিবেদক :: ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় তিন ছাত্রদল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। রোববার বিকেলে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে কাউকেই এখনো আটক দেখানো হয়নি। এঘটনায় রোববার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।
জানা যায়, রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে রাজুর মরদেহ হস্তান্তর করে পুলিশ। তার মরদেহ গোসল করাতে নিয়ে যাওয়া হয় মানিকপীর কবরস্থান এলাকায়। সেখানে উপস্থিত থাকা জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজুকে আটক করেন সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল আহমদ। রাজুকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
এ খবর পেয়ে ছাত্রদল নেতা লিটন আহমদ ও এখলাছুর রহমান মুন্না ছুটে যান সোবহানীঘাট ফাঁড়িতে। পুলিশ আনোয়ার হোসেন রাজু, লিটন ও মুন্নাকে কোতোয়ালী থানায় নিয়ে যায়।