• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচিত না হলেও মানুষের পাশে থাকবেন মাশরাফি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী না হলেও মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেছেন, ‘আমি সাংসদ নির্বাচিত না হলেও নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব। নড়াইলের উন্নয়নের ব্যাপারে সচেষ্ট থাকব।’
গতকাল মঙ্গলবার রাতে নড়াইলে জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মাশরাফি এ কথা বলেন। প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর সিদ্দিকী।
মাশরাফি বলেন, ‘আমি খেলার মাঠের মানুষ। খেলাধুলা করাই আমার নেশা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য আমাকে মনোনীত করেছেন। শেখ হাসিনার নৌকা প্রতীকের সম্মান রাখার দায়িত্ব আপনাদের। আপনাদের নৌকায় ভোট করার অনুরোধ করছি। সাংসদ নির্বাচিত হলে নড়াইলের উন্নয়নের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আমার পাশে সব সময় আপনাদের পেতে চাই। আমার ভুলত্রুটি শুধরে দেওয়ার জন্য পরামর্শ চাই।’
গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। নির্বাচনে জনগণ যে সিদ্ধান্ত নেবে, আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব।’