
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের ব্ল্যাড ডোনার এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা জামান উদ্দিন খাঁনের উপর মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দুবাগ ইউনিয়ন ছাত্রলীগ। ১০ আগস্ট শুক্রবার বিকালে স্থানীয় দুবাগ বাজার থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেয হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সিনিয়র নেতা মস্তাক আহমদ মেরু, জসীম আহমদ, সামাদ আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে কামিল আহমদ, মুমিন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, জামিল আহমেদ, সৌমিক, শিমুল আহমদ, স্বপন আহমেদ, হোসেন আহমদ, আবুল হাশিম, জীবন আহমদ আকাশ, জহির উদ্দিন খাঁন, ইশফাক আহমেদ, সুজন আহমেদ, জাফর উদ্দিন খান প্রমুখ।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা জামান খাঁন প্রতিপক্ষের ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলায় দীর্ঘকয়েকদিন থেকে বিনা অপরাধে আত্বসমর্পণ করে হাজতে রয়েছেন।