রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকায় খাজাবাবা পরিবহনের একটি বেপরোয়া বাস চাপায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
রোববার বিকাল পৌনে ৩টার দিকে গুলিস্তানের জিরোপয়েন্ট এলাকায় হোটেল ইম্পেরিয়ালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল করেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওলিউর রহমান।
তিনি জানান, খাজাবাবা পরিবহনের একটি যাত্রীবাহী বেপরোয়া বাস ওই যুবককে ধাক্কা দিয়ে তার মাথার উপর দিয়ে চালিয়ে দেয়। পরে চালক ও হেলপার পালিয়ে যায়।
এএসআই জানান, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ঢামেকের কর্তৃব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট।