• ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

গুলিস্তানে যুবকের মাথার ওপর দিয়ে গেল বাসের চাকা

bijoy71news
প্রকাশিত আগস্ট ১২, ২০১৮

ডেস্ক রিপোর্টার

রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকায় খাজাবাবা পরিবহনের একটি বেপরোয়া বাস চাপায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

রোববার বিকাল পৌনে ৩টার দিকে গুলিস্তানের জিরোপয়েন্ট এলাকায় হোটেল ইম্পেরিয়ালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল করেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওলিউর রহমান।

তিনি জানান, খাজাবাবা পরিবহনের একটি যাত্রীবাহী বেপরোয়া বাস ওই যুবককে ধাক্কা দিয়ে তার মাথার উপর দিয়ে চালিয়ে দেয়। পরে চালক ও হেলপার পালিয়ে যায়।

এএসআই জানান, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ঢামেকের কর্তৃব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট।