• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়ার সিডনিতে আব্দুল মুক্তাদিরের সমর্থনে সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে অস্ট্রেলিয়ার সিডনিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদীর সমর্থক পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে সোমবার ল্যাকেম্বার হাজীর বিরিয়ানী হাউজ ফাংশন সেন্টারে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ জুমান হোসেন পরিচালনায় এবং সাবেক ছাত্রনেতা ও অস্ট্রেলিয়া বিএনপি’র ভবিষ্যৎ কান্ডারী জাহিদুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, জহির উদ্দিন, মোঃ হান্নান, মোঃ আহবাব হোসেন ছুন্না, ফরিদ মিয়া, আশরাফুল ইসলাম, জামি আহমদ, সোহেল আহমদ, রাশেল আহমদ, আব্দুস শহিদ, রাশেদ আহমদ, জাহিদ আহমদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য (ভিডিও বার্তা) রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা হুমায়োন কবির।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য (ভিডিও বার্তা) রাখেন- আসন্ন সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
নেত্রীবৃন্দ বলেন, সিলেটবাসী সহ সারাদেশ আজ এক ভয়াবহ কঠিন সময় পার করে চলেছে। এই অবৈধ সরকারের গুম খুন মামলা হামলার নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ঠ, এইভাবে একটি দেশ চলতে পারে না। এই খুনীদের হাত থেকে মানুষ কে বাঁচাতে হলে ধানের শীষের প্রার্থীদের নির্বাচিত করার কোন বিকল্প নেই। তাই সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে নির্বাচিত করার জন্য দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সিডনিতে বসবাসকারী সিলেটীরা সবাইকে দেশে খন্দকার আব্দুল মুক্তাদীর এর সমর্থনে তাদের নিকট আত্মীয়দের ভোট দেয়ার আহবান জানান।