• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোটের মাঠে মাশরাফির স্ত্রী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

বি৭১নি ডেস্ক :
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য ভোটের মাঠে নেমেছেন তার স্ত্রী সুমনা হক সুমি।
আজ সোমবার সকাল থেকে সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন সুমি। গণসংযোগের এক ফাঁকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে একটি পথসভায় বক্তব্য দেন তিনি।
এর আগে গতকাল রোববার উপজেলার বাঁশগ্রাম এলাকার বিভিন্ন বাড়িতে এবং চন্ডিবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে উঠান বৈঠক করেন মাশরাফির স্ত্রী। পরে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারীদের সমাবেশে বক্তব্য রাখেন সুমি।
বক্তব্যে সুমনা হক সুমি বলেন, ‘মাশরাফি এলাকায় না থাকলেও আপনারা তার জন্য কাজ করে যাচ্ছেন নৌকা প্রতীককে জয়ী করার লক্ষ্যে। সে সবসময় মানুষের জন্য কাজ করে থাকে। আগামীতেও আপনাদের পাশে থাকবে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করুন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম কামাল, শালনগর ইউনিয়নের চেয়ারম্যান খান তসরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ, সুমির বড়বোন সঞ্চিতা হক রিক্তা, মেঝোবোন সঞ্জিবা হক রিপা, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।