• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আবারো কাউন্সিলর রিপনের জয়

bijoy71news
প্রকাশিত আগস্ট ১১, ২০১৮

নিজস্ব প্রতিবেদক ::  সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সোহেল আহমদ রিপন।

আজ শনিবার ২৪নং ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্র গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃভোটে রিপন পেয়েছেন ৭৬৭ ভোট।

ঠেলাগাড়ি প্রতিক নিয়ে তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ৪০৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ুন কবীর সুহিন ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৯০৬ ভোট। পুনঃভোটে তিনি পেয়েছেন ৪৮৫ ভোট।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ পুনরায় ভোট গ্রহণ হয়। এতে ৫০১ ভোটের ব্যবধানে জয় পেলেন রিপন।

স্থগিত হওয়া এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন।