ডেস্ক রিপোর্ট :: সকল কল্পনা-জল্পনার অবাসান ঘটিয়ে সিলেট সিটি কর্পোরেশনের তিনটি ক্যাটাগরীতে চুড়ান্ত টিকেট পেয়ে গেছেন ভাগ্যবান ৩৭জন। অবশ্য একজন মেয়র, ২৭জন কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর সবমিলিয়ে ৩৭জনের মধ্যে ৩০শে জুলাইর নির্বাচনে ৩১জন (২৫জন কাউন্সিলর এবং ৬জন মহিলা কাউন্সিলর) নগর ভবনে তাদের টিকেট নিশ্চিত করলেও বাকী ছয়টি টিকেট পেতে আজ আবার ভোটযুদ্ধে নামেন নির্দিষ্টরা। অপেক্ষা ছিলো নগর ভবনের মূল হর্তা-কর্তা মেয়রসহ বাকি ছয় জনের। অপেক্ষার প্রহর শেষে সিলেটবাসী আগামী ৫বছরের জন্য তাদের নির্বাচিত ৩৭জন প্রতিনিধি পেয়ে গেছেন।
মেয়র পদে বিজয়ী আরিফুল হক:
সিসিক নির্বাচনের মেয়র পদে অংশগ্রহণ করেছিলেন মোট ৭জন। তবে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ছাড়া বাকী সকলেই জামানত হারিয়েছেন। ৩০শে জুলাইর নির্বাচনে মেয়র পদে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। শনিবার সিসিকের স্থগিতকৃত দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে গণনার পর আরিফের বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়। এ দুই কেন্দ্রের মোট ৪৭৮৭ ভোটের মধ্যে আরিফ পেয়েছেন ২১০২ ভোট। ১৩২টি কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪৬২৬ ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে এগিয়ে ছিলেন। শনিবারের পূনঃনির্বাচনের পর সকল কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতিকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট।তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি থেকে ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বদর উদ্দিন আহমদ কামরান সর্বমোট পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী যারা:
সিলেট সিটি কর্পোরেশন গঠিত ২৭টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়তে মাঠে নেমেছিলেন ১৬৪ জন। তাদের মধ্যে থেকে এখন শেষপর্যন্ত ঠিকেছিলেন আছেন এক নারীসহ ১৩৭ জন। দুই দফার নির্বাচন শেষে ২৭টি ওয়ার্ডে বিজয়ীরা হলেন-
১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন তৌফিকুল হাদী, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ১৫৯৩ ভোট। ২ নম্বর ওয়ার্ডে বিক্রম কর সম্রাট, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২০৮৭ ভোট। ৩ নম্বর ওয়ার্ডে কালাম আজাদ লায়েক, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩১৭৯ ভোট । ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২৮২৮ভোট। ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেজওয়ান আহমদ,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৯৮৬ ভোট। ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪৪০৩ ভোট। ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৬৬২৩ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইলিয়াছুর রহমান,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪০৫৪ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোখলেছুর রহমান,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪০৯২ ভোট। ১০ নম্বর ওয়ার্ডে তারেক উদ্দিন তাজ,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২২৪৯ ভোট । ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪১৮০ ভোট। ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সিকন্দর আলী, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩২২৬ ভোট। ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শান্তনু দত্ত সনতু,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২৭১২ ভোট। ১৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৬৮৭ ভোট।
১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২৮৪৮ ভোট। ১৬ নম্বর ওয়ার্ডে আব্দুল মুহিত জাবেদ,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২৯১৮ ভোট। ১৭ নম্বর ওয়ার্ডে রাশেদ আহমদ, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪২৮৫ ভোট। ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২১৯৬ ভোট। ১৯ নম্বর ওয়ার্ডে শওকত আমীন তৌহিদ, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩১২০ ভোট । ২০নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ২১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুর রকীব তুহিন, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৪২১১ ভোট । ২২ নম্বর ওয়ার্ডে ছালেহ আহমদ সেলিম, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২৩৪২ ভোট । ২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমদ,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ২০৭৭ ভোট । ২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৩৮০ ভোট। ২৬ নম্বরওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তৌফিক বক্স লিপন,তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৬৬৪০ ভোট ।
এছাড়া ২৪নং ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্র গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনঃভোট শেষে রিপন মোট ৩ হাজার ৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আজম খান। আজ শনিবার স্থগিতকৃত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে তিনি মোট ৩৮১০টি ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী যারা:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭টি ওয়ার্ডে (৩টি করে সংরক্ষিত-৯ ওয়ার্ড) ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নির্বাচিতরা হলেন-
সংরক্ষিত ওয়ার্ড-১ এ সালমা সুলতানা (চশমা) ৪৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী কোহিনূর ইয়াসমীন ঝর্ণা (জিপ গাড়ি) পান ৩৯১৩ ভোট। সংরক্ষিত ওয়ার্ড-২ এ কুলসুমা বেগম পপি (হেলিকপ্টার) ৫৮৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড-৩ এ রোকসানা খানম (ডলফিন) ৪৭৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড ৪ এ মাসুদা সুলতানা (চশমা) ১১১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড-৫ এ শাহানা বেগম শানু (ডলফিন) ৬৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড-৬ এ শাহানারা বেগম (বই) ৮১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত ৭নং ওয়ার্ডে দুই প্রতিযোগীর সমান সংখ্যক ভোট হওয়ায় ঐ ওয়ার্ডে আজ পুনঃভোট গ্রহন শেষে বিজয়ী হয়েছেন নাজনীন আক্তার কণা। জিপ গাড়ি প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৩২৫ ভোট। সংরক্ষিত ওয়ার্ড-৮ এ স্থগিতকৃত কেন্দ্রে আজ ভোট গ্রহণ শেষে রেবেকা আক্তার লাকী (জিপগাড়ি) ৬ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড-৯ এ স্থগিতকৃত কেন্দ্রে আজ ভোট গ্রহণ শেষে অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ (চশমা)৮ হাজার ৭০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।